রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে বার্লিন

MOSCOW, RUSSIA - JULY 19, 2018: Russia's Ambassador in Germany Sergei Nechayev seen ahead of a meeting of Russian ambassadors and permanent representatives at Russia's Ministry of Foreign Affairs. Sergei Fadeichev/TASSÐîññèÿ. Ìîñêâà. Ïîñîë Ðîññèè â Ãåðìàíèè Ñåðãåé Íå÷àåâ ó âõîäà â çäàíèå Ìèíèñòåðñòâà èíîñòðàííûõ äåë ÐÔ ïåðåä íà÷àëîì ñîâåùàíèÿ ïîñëîâ è ïîñòîÿííûõ ïðåäñòàâèòåëåé Ðîññèéñêîé Ôåäåðàöèè. Ñåðãåé Ôàäåè÷åâ/ÒÀÑÑ

জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয় ‘জরুরি আলোচনার’ জন্য রাশিয়ার রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছে। সাজাপ্রাপ্ত ক্রেমলিন সমালোচক আলেক্সি নাভালনির সমর্থনে বিভিন্ন বিক্ষোভে অংশ নেয়ার অভিযোগে ইউরোপের তিনটি দেশের কূটনীতিককে মস্কো বহিস্কার করার পর বার্লিন এ রাষ্ট্রদূতকে ডেকে পাঠালো। খবর এএফপি’র।
জার্মানির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ‘পররাষ্ট্রমন্ত্রী মিগুয়েল বার্জার জরুরি আলোচনার জন্য এবং রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর কাছে জার্মানির অবস্থান সুস্পষ্ট করতে আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে দেশটির রাষ্ট্রদূতকে ডেকে পাঠিয়েছেন।’ রাশিয়ার বহিস্কৃত কূটনীতিকদের একজন হচ্ছেন জার্মানির।