ক্রেমলিন বলছে, এটি স্পষ্ট রাশিয়ার সাথে সম্পর্ক উন্নয়নের কোন আগ্রহ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নেই। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে হত্যাকারীর সাথে তুলনা করার পর বৃহস্পতিবার ক্রেমলিন থেকে বলা হয়েছে, মস্কোর সাথে ওয়াশিংটনের সম্পর্কের টানাপোড়েনের উন্নয়ন চান না বাইডেন।
ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছ থেকে এ ধরণের মন্তব্য আসা খুবই বাজে। এটি স্পষ্ট যে তিনি তার দেশের সাথে আমাদের দেশের সম্পর্ক পূর্বাবস্থায় ফিরিয়ে নিতে চান না। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান