কিয়েভ মঙ্গলবার বলেছে, ইউক্রেনে রাশিয়ার যুদ্ধাবসানে শান্তি আলোচনা স্থগিত করা হয়েছে এবং এক্ষেত্রে তারা সমঝোতার জন্য বিভিন্ন উপায় খুঁজে বের করতে ব্যর্থতার জন্য মস্কোকে দায়ী করেছে। খবর এএফপি’র।
প্রেসিডেন্টের দপ্তরের দেয়া এক বিবৃতির উদ্ধৃতি দিয়ে প্রেসিডেন্টের সহকারি মিখাইলো পদোলিয়াক বলেন, ‘এ শান্তি আলোচনা প্রক্রিয়া স্থগিত রাখা হয়েছে।’
পদোলিয়াক বলেন, মস্কো বিশ্বে তাদের ‘চরম নেতিবাচক’ ভূমিকার ব্যাপারে অন্ধ। তিনি রুশ প্রতিনিধির সাথে আলোচনায় কিয়েভের পক্ষে নেতৃত্ব দিচ্ছেন।
তিনি আরো বলেন, ‘আইন, সময়সূচি বা পরিকল্পনা অনুযায়ী যুদ্ধ বেশি দিন চলে না এমনটা বুঝতে ব্যর্থ হয়েছে রাশিয়া।’
গত ২৪ ফেব্রুয়ারি ক্রেমলিন ইউক্রেনে রাশিয়ার সৈন্যদের আগ্রাসন চালানোর নির্দেশ দেয়ার পর থেকেই উভয় দেশের মধ্যে সরাসরি ও ভিডিও লিঙ্কের মাধ্যমে নিয়মিতভাবে মস্কো ও ইউক্রেনের প্রতিনিধি দলের মধ্যে আলোচনা হয়ে আসছে।
ইউক্রেন ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী মার্চে তুরস্কে অনিসষ্পন্ন আলোচনা করেন। পরে ইস্তাম্বুলে উভয় দেশের প্রতিনিধির মধ্যে আরেক দফা আলোচনা হয়। সে আলোচনায়ও সুস্পষ্ট ফলাফল আনতে ব্যর্থ হয়।
ইন্টারফ্যাক্স বার্তা সংস্থা জানায়, মঙ্গলবার রাশিয়ার সহকারি পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রনাই রুদেনকো বলেন, এখন দুই পক্ষের মধ্যে ‘কোন ধাঁচেরই’ আলোচনা হচ্ছে না।