প্রেসিডেন্ট হিসেবে চতুর্থবারের মতো শপথ গ্রহণ করলেন ভ্রাদিমির পুতিন।
নির্বাচিত হওয়ার দুইমাস পর চতুর্থবারের মতো রাষ্ট্রের প্রধান হিসেবে দায়িত্ব নিলেন তিনি। খবর: রয়টার্স।
এ নিয়ে দীর্ঘ ১৮ বছর ধরে বিশ্বের অন্যতম বৃহৎ রাষ্ট্র রাশিয়ার রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন পুতিন।
সোমবার (৭মে) মস্কোর ক্রেমলিনে অনুষ্ঠিত হয় শপথ গ্রহণ।এ অনুষ্ঠানে দেশের শীর্ষ স্থানীয় অনেককেই আমন্ত্রণ জানানো হয়নি।
শপথ গ্রহণ অনুষ্ঠানকে ঘিরে দেশটির ১৯টি শহর থেকে এক হাজারের বেশি মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের অর্ধেকেই গ্রেপ্তার হয়েছেন রাজধানী মস্কো থেকে।
এদিকে রাশিয়ার বিভিন্ন শহরে পুতিন বিরোধীরা বিক্ষোভ করছে।
এবারের নির্বাচনকে ঘিরে ব্যাপক কারচুপির অভিযোগ এনেছে আন্তর্জাতিক সম্প্রদায়। তারা বলছে, পুতিনের প্রধান বিরোধী অ্যালেক্সেই নাভালনিকে নির্বাচনে দাঁড়াতেই দেয়া হয়নি। এমনকি বিক্ষোভে অংশ নেয়ায় তাকে গ্রেপ্তারও করা হয়েছিল।
রাশিয়ার সংবিধান অনুযায়ী পুতিন ২০২৪ সালে আবার নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।
আরজেড/