রাশিয়ার মিগ-৩৫ যুদ্ধবিমান কিনতে আগ্রহী বাংলাদেশ

রাশিয়ার তৈরি চতুর্থ প্রজন্মের যুদ্ধবিমান মিগ-৩৫ কিনতে আগ্রহী বাংলাদেশ। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে বাংলাদেশ ছাড়াও মিয়ানমার ও পেরুও এই জঙ্গিবিমান কিনতে আগ্রহ প্রকাশ করেছে এবং আসন্ন ‘আর্মি-২০১৭ মিলিটারি টেকনিক্যাল ফোরাম’ এ উক্ত দেশের প্রতিনিধিগণ এ বিষয়ে আলোচনায় অংশ নেবেন।

মিগ এয়ারক্র্যাফট কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ইলিয়া তারাসেনকোর বরাত দিয়ে খবরে বলা হয়েছে, ২২ থেকে ২৭ অগাস্ট মস্কোর থিম পার্ক প্যাট্রিয়টে তা অনুষ্ঠিত আর্মি-২০১৭ মিলিটারি টেকনিক্যাল ফোরাম অনুষ্ঠিত হবে। গত ২৬ জানুয়ারি মিগ-৩৫ এর পরীক্ষামূলক উড্ডয়ন শুরু হয়। পরদিন মস্কোতে এর প্রদর্শনী হয়। মিগ-২৯কে/কেইউবি ও মিগ-২৯এম/এম২ এর উপর ভিত্তি করে মিগ-৩৫ এর নকশা করা হয়েছে। একটি মিগ-৩৫ বিমানের দাম হতে পারে ৪৬ মিলিয়ন ডলার।

রাশিয়া গত এপ্রিলে বাংলাদেশের কাছে মিগ-৩৫ বিক্রির প্রস্তাব দেয়। দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের কাছেই রাশিয়া প্রথম এ ধরনের যুদ্ধবিমান বিক্রির প্রস্তাব দেয়। এধরনের যুদ্ধবিমানে উন্নত উড্ডয়ন ক্ষমতা ও অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত ছাড়াও এনইএসএ রাডার ব্যবস্থা সংযুক্ত করা হয়েছে। ভূমি থেকে কোনো নির্দেশনা ছাড়াই স্বয়ংসম্পূর্ণভাবে লক্ষ্যমাত্রা স্থির করে অতি দক্ষতার সঙ্গে বহুমুখী ভূমিকায় যুদ্ধবিমানটি সক্রিয় থাকে।

আজকের বাজার: এমএম/ ২৩ আগস্ট ২০১৭