রাশিয়ায় অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জন নিহত হয়েছে।
শনিবার রাশিয়ার ইউসুরিস্ক এলাকায় এ ঘটনা ঘটে।ঘটনাস্থল থেকে চার নারী ও একটি শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
অগ্নিকাণ্ডের সময়ে অপর একজন জানালা দিয়ে লাফিয়ে নিচে পড়ে। আহত অবস্থায় তাকে হাসপাতালে নেয়ার পথেই সে মারা যায়।
চার ঘণ্টা পর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শট-সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে বলে জানানো হয়। তবে ঘটনার প্রকৃত কারণ ও ক্ষতি নির্ধারণে অনুসন্ধান অব্যাহত রয়েছে। খবর সিনহুয়া’র।
আজকের বাজার/আরজেড