রাশিয়ায় আড়াই’শ সামরিক ট্যাংকের মহড়া অনুষ্ঠিত

গত ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় সামরিক ট্যাংক মহড়ার আয়োজন করেছে রাশিয়া।

৩ অক্টোবর মঙ্গলবার রুশ মধ্যাঞ্চল সামরিক ডিভিশনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, মহড়ায় ২৫০টি টি-৭২ ট্যাংক, আট শতাধিক অন্যান্য অস্ত্র ও সামরিক সরঞ্জাম এবং ৩০০০ সৈন্য অংশ নিয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, সপ্তাহব্যাপী অনুষ্ঠিত এ মহড়ায় ট্যাংক দিয়ে যুদ্ধ ও আকস্মিক হামলা চালানোর কৌশল প্রয়োগ করা হয়।

রুশ মধ্যাঞ্চল সামরিক ডিভিশনের উচ্চপদস্থ একজন কর্মকর্তা জানিয়েছেন, ঠাণ্ডা যুদ্ধের পর কোনো যুদ্ধে ট্যাংকের তেমন ব্যাপক ব্যবহার দেখা না গেলেও ট্যাংক যুদ্ধ অনেক কার্যকর।

সাম্প্রতিক সময়ে ট্যাংক বহরের আধুনিকায়নে নজর দিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

ট্যাংক বাহিনীর আধুনিকায়নে রুশ সরকারের বরাদ্দও উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে।

সূত্র : সিআরআই

আজকের বাজার : এমএম / ৪ অক্টোবর ২০১৭