রাশিয়ায় গির্জায় হামলা, নিহত ৫

ছবি :ইন্টারনেট
রাশিয়ার দাগেস্তান অঞ্চলের একটি গির্জায় হামলা চালিয়েছে বন্দুকধারী দুর্বৃত্তরা। এতে নিহত হয়েছে অন্তত ৫ জন। এ ঘটনায় আহত হয়েছে আও বেশ কয়েকজন। জঙ্গি সংগঠন আইএস হামলার দায় স্বীকার করেছে।

রোববার বিকেলে মুসলিম অধ্যুষিত দাগেস্তানের প্রাদেশিক রাজধানী কিজলায়ায় এ হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রার্থনা করে সবাই যখন গির্জা থেকে বের হয়, তখই ছুরি ও বন্দুক দিয়ে হামলা চালায় দুর্বৃত্তরা। এতে অন্তত ৫ জন নিহত হয়েছে।

তবে হামলাকারী ২২ বছর বয়সীএক তরুণ নিরাপত্তা বাহিনীর গুলিতে নিহত হয়।

হামলার পর এক বিবৃতিতে দায় স্বীকার করে ইরাক-সিরিয়া ভিত্তিক জঙ্গিগোষ্ঠী আইএস। পাশাপাশি, হামলাকারীর একটি ভিডিওচিত্রও প্রকাশ করে তারা, যেখানে সে আইএসের প্রতি আনুগত্য প্রকাশ করে।

আএম/