রাশিয়ায় পণ্য রপ্তানিতে আয় বেড়েছে ৪৭.৮৩%

রাশিয়ার সঙ্গে বাংলাদেশের রপ্তানি বাণিজ্য ক্রমান্বয়ে বাড়ছে। সদ্য সমাপ্ত ২০১৬-১৭ অর্থবছরে ওই দেশে ৪৬ কোটি ৪৬ লাখ ২০ হাজার মার্কিন ডলার বা ৩ হাজার ৭৬০ কোটি টাকার পণ্য রপ্তানি করা হয়েছে। যা ২০১৫-১৬ অর্থবছরের একই সময়ের তুলনায় ৪৭ দশমিক ৮৩ শতাংশ বেশি।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ হালনাগাদ থেকে এই তথ্য জানা গেছে। এতে আরও জানানো হয়েছে, ২০১৫-১৬ অর্থবছরে রাশিয়ায় মোট ৩১ কোটি ৪২ লাখ ৯০ হাজার মার্কিন ডলারের পণ্য রপ্তানি করেছিল বাংলাদেশ।

২০১৬-১৭ অর্থবছরের শেষ মাসে অর্থাৎ শুধু জুন মাসে রাশিয়ায় পণ্য রপ্তানিতে বাংলাদেশের আয় হয়েছে ২১ কোটি ৯৬ লাখ মার্কিন ডলার বা ১ হাজার ৭৮৭ কোটি টাকা।

আলোচ্য অর্থবছরে চীনে পণ্য রপ্তানিতে বাংলাদেশের মোট আয় হয়েছে ৯৪ কোটি ৯৪ লাখ মার্কিন ডলার। যা এর আগের ২০১৫-১৬ অর্থবছরে ওই দেশে পণ্য রপ্তানিতে আয়ের তুলনায় ১৭ দশমিক ৪৮ শতাংশ বেশি। ২০১৫-১৬ অর্থবছরে চীনে পণ্য রপ্তানিতে আয় হয়েছিল ৮০ কোটি ৮১ লাখ ডলার।

জুলাই মাসে প্রকাশিত হালনাগাদ প্রতিবেদন থেকে জানা গেছে, ২০১৫-১৬ অর্থবছরে সব ধরনের পণ্য রপ্তানিতে বৈদেশিক মুদ্রা আয় হয়েছিল মোট ৩ হাজার ৪২৫ কোটি ৭১ লাখ ৮০ হাজার ডলার। ২০১৬-১৭ অর্থবছরে রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল ৩ হাজার ৭০০ কোটি ডলার।

সদ্য সমাপ্ত অর্থবছরে সব ধরনের পণ্য রপ্তানিতে বাংলাদেশের আয় হয়েছে ৩ হাজার ৪৮৩ কোটি ৫০ লাখ ৯০ হাজার মার্কিন ডলার বা প্রায় ২ লাখ ৮২ হাজার ৯৭০ কোটি টাকা। যা এর আগের ২০১৫-১৬ অর্থবছরে রপ্তানি আয়ের তুলনায় ১ দশমিক ৬৯ শতাংশ বেশি।

২০১৫-১৬ অর্থবছরের জুন মাসে পণ্য রপ্তানিতে মোট আয় হয়েছিল ৩৫৯ কোটি ২৯ লাখ ৭০ হাজার মার্কিন ডলার। অর্থাৎ ২০১৫-১৬ অর্থবছরের জুন মাসের তুলনায় ২০১৬-১৭ অর্থবছরের জুন মাসে পণ্য রপ্তানি আয় ১৫ দশমিক ২৭ শতাংশ কমেছে।

আজকের বাজার:এলকে/ এলকে/ ১৬ জুলাই ২০১৭