রাশিয়ার বাজারে বাংলাদেশের তৈরি পোশাকের শুল্কমুক্ত প্রবেশাধিকার চেয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ২০২৫ সালের ওয়ার্ল্ড এক্সপোর আয়োজক হওয়ার প্রতিযোগিতায় বাংলাদেশের সমর্থনের আশায় ঢাকা সফররত রাশিয়ার প্রতিনিধি দলের প্রধান ও দেশটির ডেপুটি কৃষিমিন্ত্রী লেভিন সার্গেই ইভোভিস এর কাছে এই সুবিধা দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী।
রোববার ২১ জানুয়ারি সচিবালয়ে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেন লেভিন সার্গেই ইভোভিস। সেখানে তিনি বাণিজ্যমন্ত্রীকে জানান, তার দেশ ২০২৫ সালের ওয়ার্ল্ড এক্সো আয়োজক হতে চায়। এ জন্য বাংলাদেশের সমর্থন তাদের দরকার হবে।
এর পরেই বাণিজ্যমন্ত্রী তাকে বলেন, আপনাদের দেশের সঙ্গে আমাদের সব ধরনেই সম্পর্কই ভালো। রাশিয়ায় এখন ৭১টি বাংলাদেশি পণ্য শুল্কমুক্ত সুবিধা পায়।
মন্ত্রী তাকে জানান, বাংলাদেশের তৈরি পোশাকের ভালোই চাহিদা আছে রাশিয়ায়। কিন্তু সেখানে এই পণ্যটির শুল্কমুক্ত প্রবেশাধিকার নেই।
মন্ত্রী বলেন, রাশিয়া বাংলাদেশের তৈরি পোশাকে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেলে দুই দেশের বাণিজ্যসম্পর্ক আরও গাঢ় হবে।
বিস্তারিত আসছে…
আজকের বাজার:এলকে/ ২১ জানুয়ারি ২০১৮