রাশিয়ায় প্রতিবাদ-বিক্ষোভ

Police officers detain a man during an unsanctioned rally in the center of Moscow, Russia, Saturday, July 27, 2019. Russian police on Saturday began arresting people outside the Moscow mayor's office ahead of an election protest demanding that opposition candidates be allowed to run for the Moscow city council. (AP Photo/Alexander Zemlianichenko)

রাশিয়ার পুলিশ শনিবার, মস্কোতে বিক্ষোভরত ৬০০জন প্রতিবাদকারীদের গ্রেফতার করেছে। প্রতিবাদকারীরা এ বছরের শেষে অনুষ্ঠিতব্য স্থানীয় নির্বাচনে বিরোধী প্রার্থীদের বাদ দেবার প্রতিবাদ জানাচ্ছিলেন। বিরোধী নেতা আলেক্সেই নাভালানিকে এ সপ্তাহের শুরুতেই আটক করা হয়। তিনি মস্কো সিটি কাউন্সিল নির্বাচনে বিরোধী প্রার্থীদের অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছিলেন।

শনিবারের প্রতিবাদ-বিক্ষোভের আগে বিরোধী নেতৃবর্গ, ইলিয়া ইয়াসিন, দিমিত্রি গুদকভ এবং আইভান জাদারভকে আটক করা হয়।

আজকের বাজার/লুৎফর রহমান