রাশিয়ার পুলিশ শনিবার, মস্কোতে বিক্ষোভরত ৬০০জন প্রতিবাদকারীদের গ্রেফতার করেছে। প্রতিবাদকারীরা এ বছরের শেষে অনুষ্ঠিতব্য স্থানীয় নির্বাচনে বিরোধী প্রার্থীদের বাদ দেবার প্রতিবাদ জানাচ্ছিলেন। বিরোধী নেতা আলেক্সেই নাভালানিকে এ সপ্তাহের শুরুতেই আটক করা হয়। তিনি মস্কো সিটি কাউন্সিল নির্বাচনে বিরোধী প্রার্থীদের অন্তর্ভুক্ত করার আবেদন জানিয়েছিলেন।
শনিবারের প্রতিবাদ-বিক্ষোভের আগে বিরোধী নেতৃবর্গ, ইলিয়া ইয়াসিন, দিমিত্রি গুদকভ এবং আইভান জাদারভকে আটক করা হয়।
আজকের বাজার/লুৎফর রহমান