রাশিয়ায় প্রেসিডেন্ট নির্বাচনে ভোটগ্রহণ চলছে। রোববার বাংলাদেশ সময় রাত দুইটায় রাশিয়ার পূর্ব প্রান্তের কামচাতকা অঞ্চলে ভোটগ্রহণ শুরু হয়।
দেশটির পশ্চিমাঞ্চল কালিনিনগ্রাদ এলাকা পর্যন্ত ভোটগ্রহণ শেষ হতে ২২ ঘণ্টা সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া রাজধানী মস্কোতে ভোটগ্রহণ শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১১টায়।
রাশিয়ার এবারের প্রেসিডেন্ট নির্বাচনে পুতিনসহ প্রার্থী আটজন। তবে নির্বাচন পূর্ববর্তী জরিপে এগিয়ে রয়েছেন ভ্লাদিমির পুতিন। এবারের নির্বাচনে জয় লাভ করলে টানা দ্বিতীয়বার এবং সব মিলিয়ে চতুর্থবার রাশিয়ার প্রেসিডেন্ট হবেন তিনি।
আজকের বাজার/আরজেড