রাশিয়ার পশ্চিমাঞ্চলে একটি বাসে বিষ্ফোরণে এক নারীর মৃত্যু এবং অপর ১৭ জন আহত হয়েছে। শুক্রবার ভোরে স্থানীয় কতৃপক্ষ এ কথা জানায়। আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর।
বিষ্ফোরণ এলাকা ভোরোনেজের ডেপুটি গভর্নর সের্গেই সোলোকভ ইন্টারফ্যাক্স নিউজ এজেন্সিকে বলেছেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত সন্ত্রাসী হামলার সংশ্লিষ্টতার ইঙ্গিত পাওয়া যায়নি।’
বাসের চালক রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন রাশিয়া-২৪ নিউজ চ্যানেলে বলেছেন, বাসটিতে ৩৫ জন যাত্রী ছিল। বৃহস্পতিবার রাতে এই বিষ্ফোরণের ঘটনা ঘটেছে।
ভোরোনেজের গভর্নর আলেকজান্ডার গুসেভ বলেছেন, ‘আহতদের সংখ্যা ১৮ জনে দাঁড়িয়েছে, তবে এদের মধ্যে এক মহিলা মারা গেছেন।’
বাসটি একটি শপিং সেন্টারের কাছে থামানো অবস্থায় এই বিষ্ফোরণ ঘটে। পথচারীদের তোলা এবং সামাজিক মাধ্যমে পোস্ট করা ভিডিওতে দেখা যায়, বিষ্ফোরণে গাড়ীর ছাদ বিচ্ছিন্ন এবং জানালাগুলো উড়ে গেছে।
জাতীয় তদন্ত কমিটি এক বিবৃতিতে বলেছে, মস্কো থেকে বিশেষজ্ঞ পাঠানো হয়েছে। তারা বাসটির রক্ষণাবেক্ষণ নিয়ে অবহেলায় দায়ে মামলা করেছেন।