রাশিয়ায় বিমান বিধ্বস্ত, নিহত ৭১

রাশিয়ায় একটি যাত্রীবাহী বিমান বিধ্বস্তের ভয়াবহ ঘটনা ঘটেছে। মস্কোর কাছে ৬৫ যাত্রী ও ৬ কর্মী নিয়ে রোববার এ দুর্ঘটনার কবলে পড়ে বিমানটি।

প্রাথমিকভাবে পুলিশ জানিয়েছে, মস্কোর দোমোদেভোদো বিমানবন্দর থেকে যাত্রা শুরু করেছিল বিমানটি (এন-১৪৮)। তবে কেন ও কীভাবে মাঝ আকাশে বিমানটিতে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি।

বিমানটিতে ৬৫ জন যাত্রী ছিলেন এবং কর্মী ছিলেন ৬ জন। এখনো তাদের কারও খোঁজ মেলেনি। খবর রাশিয়ান সংবাদ মাধ্যম স্পুটনিক নিউজের।

একটি বিশেষ সূত্রের বরাত দিয়ে স্পুটনিটনিউজ জানিয়েছে, বিমানটি যাত্রা শুরুর ২ মিনিট আগেই সেটি রাডার থেকে বিচ্ছিন্ন হয়। স্থানীয় জরুরি সেবা সংস্থা জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে।