রাশিয়ায় শপিংমলে আগুনে নিহত ৩৭, নিখোঁজ ৬৯

রাশিয়ার সাইবেরিয়ার কেমেরোভো শহরে একটি শপিংমলে আগুন লেগে ১১ শিশুসহ অন্তত ৩৭ জন নিহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ রয়েছে শিশুসহ আরো ৬৯ জন।

দেশটির স্থানীয় গণমাধ্যম বলছে, উইন্টার চেরি নামে ওই শপিংমলের চতুর্থ তলায় আগুনের সুত্রপাত হয়। সেখানে একটি বিনোদন কমপ্লেক্স এবং সিনেমা হল আছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ভিডিওতে ভবনটি থেকে কালো ধোঁয়া বের হতে দেখা গেছে এবং প্রাণ বাঁচাতে অনেককেই জানালা দিয়ে নিচে লাফিয়ে পড়তেও দেখা গেছে।

প্রত্যক্ষদর্শীদের মধ্যে অনেকেই শর্ট সার্কিট থেকে ভবনটিতে আগুন লাগতে পারে বলে জানিয়েছেন। তবে, আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও জানায়নি কর্তৃপক্ষ।

এস/