রাশিয়ায় পরীক্ষামূলক উড্ডয়নের সময় সেনাবাহিনীর একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। গতকাল মঙ্গলবার মর্মান্তিক এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে চার জনের।
জানা যায়, এমআই-৮ হেলিকপ্টারটি মেরামতের পরে পরীক্ষামূলক ভাবে চালিয়ে দেখা হচ্ছিল। ঠিক তখনই ঘটে দুর্ঘটনা। বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। কপ্টারের মধ্যে তিন জন বিমানকর্মী এবং একজন টেকনিক্যাল অপারেশনের সদস্য ছিলেন। তারা সবাই মারা যায়।
পূর্ব রাশিয়ার দুর্গম চুকোটকা অঞ্চলে এই ঘটনা ঘটে।