রাশিয়ায় স্বর্ণ উত্তোলন বেড়েছে

চলতি বছরের জানুয়ারি থেকে আগস্ট প্রথম আট মাসে রাশিয়ায় স্বর্ণ ও রুপার উত্তোলন আগের বছরের একই সময়ের তুলনায় বেড়েছে। রাশিয়ার অর্থ মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ২০১৭ সালের জানুয়ারি-আগস্ট সময়কালে রাশিয়ার সব খনি থেকে ১৯৩ দশমিক ৫৮ টন স্বর্ণ উত্তোলন হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৮৫ টন বেশি। ২০১৬ সালের প্রথম আট মাসে দেশটিতে সব মিলে ১৭৯ দশমিক ৭৩ টন স্বর্ণ উত্তোলন হয়েছিল।

এদিকে চলতি বছরের জানুয়ারি-আগস্ট সময়কালে রাশিয়ায় মোট ৬৮৮ দশমিক ৮৯ টন রুপা উত্তোলন হয়েছে। ২০১৬ সালের প্রথম আট মাসে দেশটির খনিগুলো থেকে সব মিলে ৬৮২ দশমিক ৭৩ টন রুপা উত্তোলন হয়েছিল। সে হিসাবে এক বছরের ব্যবধানে দেশটিতে রুপার উত্তোলন ৬ দশমিক ১৬ টন বেড়েছে।

উল্লেখ্য স্বর্ণ উত্তোলনকারী দেশগুলোর তালিকায় রাশিয়ার অবস্থান বিশ্বে চতুর্থ। আর রুপা উত্তোলনকারীদের তালিকায় দেশটির অবস্থান পঞ্চম।

সূত্র: এএফপি, বিজনেস রেকর্ডার

আজকের বাজার: ওএফ /এলকে ১১ ডিসেম্বর ২০১৭