রাশিয়ার সাইবেরিয়ার ক্রাশনুইয়ার্স্ক অঞ্চলে একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় ১৮ জন নিহত হয়েছেন। খবর দ্যা এক্সপ্রেসের।
শনিবার (৪ আগস্ট) ভোরে এ দুর্ঘটনা ঘটে।
দ্যা এক্সপ্রেসের প্রতিবেদনে রাশিয়ান সংবাদ সংস্থ তাস-এর বরাত দিয়ে বলা হয়, শনিবার ভোরে সাইবেরিয়ার ক্রাশনুইয়ার্স্ক অঞ্চলে এমআই-৮ হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারে ১৫ জন যাত্রী এবং ৩ জন ক্রু ছিলেন। তাদের সবার মৃত্যু হয়েছে।
আজকের বাজার/একেএ