রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ছয় হাজার ৬০ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে রোববার পর্যন্ত দেশটিতে মোট ৪২ হাজার ৮৫৩ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাস শনাক্ত হয়েছে।
রুশ করোনাভাইরাস রেসপন্স সেন্টারের বরাতে বার্তা সংস্থা রয়টার্স এমন খবর দিয়েছে।
চলতি মাস থেকে রাশিয়ায় করোনাভাইরাস সংক্রমণের সংখ্যা বাড়তে শুরু করেছে। যদিও পশ্চিম ইউরোপীয় দেশগুলোর তুলনায় তা নিতান্তই কম।