রাশিয়ায় করোনাভাইরাসে রেকর্ড সংখ্যক আক্রান্ত ও মৃত্যুর ঘটনা ঘটেছে। মঙ্গলবার দেশটির করোনা সংকট মোকাবিলা কেন্দ্র এ তথ্য জানিয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাশিয়ায় ৬ হাজার ৪১১ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এতে দেশটির আক্রান্তের সংখ্যা ৯৩ হাজার ৫৫৮ তে পৌঁছেছে। একই সময় ৭২ জন করোনা আক্রান্তের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা ৮৬৭ দাঁড়িয়েছে।
রয়টার্স জানিয়েছে, করোনায় সর্বোচ্চ আক্রান্ত দেশগুলোর তালিকায় রাশিয়ার অবস্থান এখন অষ্টম। মঙ্গলবার এই তালিকায় ইরান, চীন ও তুরস্ককে ছাড়িয়ে গেল দেশটি।
গত মার্চ থেকে লকডাউন চলছে রাশিয়ায়। এর মেয়াদ শেষ হবে ৩০ এপ্রিল। এই লকডাউনের কারণে প্রতি সপ্তাহে মোট দেশজ উৎপাদনের শূন্য দশমিক ৫ শতাংশ ক্ষতি হচ্ছে দেশটির। আক্রান্তের সংখ্যা এভাবে বাড়তে শুরু করায় লকডাউনের মেয়াদ আরও বাড়ানো হবে কিনা তা এখনও জানাননি প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।