রাশিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন করে ৭ হাজার ৭৯০ জন করোনা আক্রান্ত হয়েছে। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫ লাখ ৬১ হাজার ৯১ জনে। করোনাভাইরাস রেসপন্স সেন্টার এক বিবৃতিতে বৃহস্পতিবার এ কথা জানায়।
দেশটিতে ২৪ ঘন্টায় মারা গেছে ১৮২ জন, এ নিয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৭ হাজার ৬৬০ জনে। এ সময় ৯ হাজার ৬২১ জন করোনামুক্ত হয়েছে, মোট ৩ লাখ ১৩ হাজার ৯৬৩ জন করোনামুক্ত হল।
করোনায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত হয়েছে মস্কো। এখানে নতুন করে ১ হাজার ৪০ জন আক্রান্ত হয়েছে, মোট আক্রান্ত ২ লাখ ১০ হাজার ৭৮৫ জন, এদের মধ্যে ১ লাখ ৩০ হাজার ৪৩১ জন করোনামুক্ত হয়েছে। বুুধবার পর্যন্ত ৩ লাখ ৯ হাজার ৭১৬ জন মেডিকেল পর্যবেক্ষণে রয়েছে। দেশব্যাপী ১ কোটি ৬০ লাখ লোকের করোনা টেস্ট করা হয়েছে।