পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভায় রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বাংলাদেশে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
কমিটির সভাপতি মুহাম্মদ ফারুক খানের সভাপতিত্বে আজ সংসদ ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। কমিটির সদস্য পররাষ্ট্র মন্ত্রী এ. কে. আব্দুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম এবং মোঃ হাবিবে মিল্লাত সভায় অংশগ্রহণ করেন।
সভায়, ওয়াশিংটনে সম্প্রতি সম্পন্ন নিরাপত্তা সংলাপের ফলাফল নিয়ে আলোচনা হয়। সুইডেনে বাংলাদেশের নবনিযুক্ত রাষ্ট্রদূত কর্মপরিকল্পনা উপস্থাপন করেন। বাংলাদেশ-সুইডেন দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের ধারা অব্যাহত রাখার ব্যাপারে কমিটিতে আশাবাদ ব্যক্ত করা হয়। পররাষ্ট্র সচিবসহ পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান