রাশিয়া উপস্থিত থাকলে জি২০ সম্মেলনের কিছু অধিবেশনে অংশ নেবেন না যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী

যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী জানেট ইলেন রাশিয়ার কর্মকর্তারা উপস্থিত থাকলে তার বৈশ্বিক প্রতিপক্ষদের সাথে এ সপ্তাহের সম্মেলনে কিছু অধিবেশনে অংশ নেবেন না। সোমবার মার্কিন রাজস্ব বিভাগের এক সিনিয়র কর্মকর্তা একথা জানান। খবর এএফপি’র।
ওই কর্মকর্তা সাংবাদিকদের বলেন, রাশিয়ার অর্থ মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা বুধবার জি২০ সম্মেলনে দূরবর্তী অবস্থান থেকে অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে। তবে ইলেন এই সম্মেলনের কিছু অধিবেশনের বাইরে থাকবেন।
ফরাসি একটি সূত্র এএফপি’কে জানায়, তার সাথে বিশ্বের নেতৃত্ব দেয়া অর্থনীতির দেশগুলোর আরো অনেক কর্মকর্তা সে সব অধিবেশন বর্জন করতে পারেন।