রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই শোইগু রোববার পেন্টাগণ প্রধান লয়েড অস্টিনের সাথে ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।
এক সপ্তাহের কম সময়ের মধ্যে এটি তাদের দ্বিতীয় আলোচনা। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। খবর এএফপি’র।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, এ দুই দেশের ‘প্রতিরক্ষা মন্ত্রী ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন।’
এছাড়া রোববার শোইগু ফ্রান্স, তুরস্ক ও যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গেও টেলিফোনে আলোচনা করেন।