বুধবার, ২২ জানুয়ারী ২০২৫
রাশিয়া থেকে ছয়টি হেলিকপ্টার পেয়েছে ভারত
প্রকাশিত - জুলাই ১, ২০১৮ ১:১৭ পিএম
ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনীকে সংস্কার করা ছয়টি এমআই-১৭-১ভি সরবরাহ করেছেন রাশিয়া। নভেজিব্রিস্ক এয়ারক্রাফত রিপেয়ার প্লান্ট (এনএআরপি) এসব হেলিকপ্টার মেরামত ও সংস্কার করে।
২৭ জুন কোম্পানির এক বিজ্ঞপ্তিতে একথা বলা হয়েছে। ফ্লাইট চেক ও চূড়ান্ত গ্রহণের কাজটি ভারতে সম্পন্ন হবে। খবর সাউথ এশিয়ান মনিটরের।
রাশিয়ান হেলিকপ্টার্স-এর আফটার সেলস সাপোর্ট সার্ভিসের উপ মহাপরিচালক ইগর শেচিকভ বলেন, সকল বিদেশী ক্রেতার জন্য এমআই- ৮/৭ টাইপের হেলিকপ্টার মেরামত ও সংশ্লিষ্ট কাজগুলো এনএআরপি-ই করে থাকে। তবে এই প্রথম (ভারতীয়) সীমান্ত সুরক্ষা বাহিনীর সঙ্গে এমন চুক্তি বাস্তবায়ন হয়েছে।
ভারতের স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের অধীনে স্বতন্ত্র একটি সামরিক ইউনিট এই সীমান্ত সুরক্ষা বাহিনী।
আজকের বাজার/এসএম
Copyright © 2025 আজকের বাজার. All rights reserved.