রাশিয়া থেকে ২ লাখ টন গম কিনছে সরকার

রাশিয়া থেকে দুই লাখ টন গম আমদানি করতে যাচ্ছে সরকার। বন্যার কারণে খাদ্য ঘাটতি মেটাতে জি টু জি পদ্ধতিতে এ গম আনা হবে। আগামী বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে গম আমদানির প্রস্তাবটি অনুমোদন হতে পারে বলে খাদ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।

মন্ত্রণালয় সুত্র মতে, টন প্রতি গমের মূল্য পড়বে ২৫১ মার্কিন ডলার। সে হিসেবে দুই লাখ টন গম আমদানিতে বাংলাদেশের অর্থ ব্যয় হবে ৪১৮ কোটি টাকা। আগামী অক্টোবর মাসে রাশিয়া সরকার বাংলাদেশকে এ গম সরবরাহ করবে।

এর আগে গত মাসে সচিবালয়ে খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে রাশিয়া ৩ সদস্যের একটি প্রতিনিধি দল। ওই বৈঠকেই গম আমদানি সিদ্ধান্ত নেওয়া হয়।

চলতি বছর উত্তর-পূর্বাঞ্চলে বন্যার কারণে ফসলি জমি ব্যাপক ক্ষতির মুখে পড়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা ব্যাহত হওয়ায় সরকারের ধান, চাল ও গম সংগ্রহ ব্যর্থ হয়। একই সঙ্গে বন্যা কবলিত মানুষের ত্রান সহায়তায় খাদ্য সামগ্রী কারণে খাদ্য ঘাটতি বেড়ে যায়।

এই বাস্তবসতায় খাদ্য ঘাটতি মেটাতে সরকার বিশ্বের বিভিন্ন দেশ হতে ২০ লাখ টন খাদ্যশস্য আমদানির সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে ১৫ লাখ টন চাল এবং ৫ লাখ টন গম।

আজকের বাজার:এলকে/এলকে/৫ সেপ্টেম্বর ২০১৭