২০১৮ বিশ্বকাপের গ্রুপ পর্বের ড্র চলছে রাশিয়ার ক্রেমলিনে। এবার বিশ্বকাপের ড্র সঞ্চালনার করার দায়িত্ব পান সাবেক ইংল্যান্ড স্ট্রাইকার গ্যারি লিনেকার। তাঁর সঙ্গে আছেন রাশিয়ার ক্রীড়া সাংবাদিক মারিয়া কোমান্দনায়া।
চূড়ান্ত পর্বে গ্রুপ হবে মোট আটটি। ৩২টি দলকে চারটি আলাদা পটে রাখা হয়েছে। ফিফার নিয়ম অনুযায়ী, বিশ্বকাপের স্বাগতিক দলসহ র্যাঙ্কিং অনুসারে শীর্ষ ৮ দল থাকবে পট-১-এ। র্যাঙ্কিংয়ের পরবর্তী ৮ দল রয়েছে পট-২-এ। এভাবে পট-৩-এ আরও ৮টি এবং র্যাঙ্কিংয়ের সর্বনিম্ন ৮ দলকে রাখা হয়েছে পট-৪-এ।
এক নজরে রাশিয়া বিশ্বকাপের আট গ্রুপ :
‘এ’ গ্রুপ : রাশিয়া, সৌদি আরব, মিসর, উরুগুয়ে।
‘বি’ গ্রুপ : পর্তুগাল, স্পেন, ইরান,
‘সি’ গ্রুপ : ফ্রান্স, পেরু, ডেনমার্ক,
‘ডি’ গ্রুপ : আর্জেন্টিনা, আইসল্যান্ড, ক্রোয়েশিয়া,
‘ই’ গ্রুপ : ব্রাজিল, সুইজারল্যান্ড, কোস্টারিকা, সার্বিয়া।
‘এফ’ গ্রুপ : জার্মানি, মেক্সিকো, সুইডেন,
‘জি’ গ্রুপ : বেলজিয়াম, ইংল্যান্ড, তিউনিসিয়া,
‘এইচ’ গ্রুপ : পোল্যান্ড, সেনেগাল, কলম্বিয়া
আজকের বাজার:এলকে/এলকে ১ ডিসেম্বর ২০১৭