রাশিয়া বিশ্বকাপের চূড়ান্ত পর্বে ইরান

কিছুদিন আগে সন্ত্রাসী হামলায় বিপর্যস্ত হয়েছিল ইরান। ওই সন্ত্রাসী হামলায় নিহত হয় ১৭ জন। এরই মধ্যে বিপর্যন্ত ইরানকে আনন্দের সংবাদ দিয়েছে ইরানের জাতীয় ফুটবল দল।

২০১৮ সালের রাশিয়ায় অনুষ্ঠিত ফুটবল বিশ্বকাপের চূড়ান্ত আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। ১২ জুন সোমবার রাতে উজবেকিস্তানকে গ্রুপ পর্বের খেলায় ২-০ গোলে পরাজিত করে ফাইনালে খেলার টিকেট নিশ্চিত করে ইরানি ফুটবল দল।

তেহরানের আজাদি স্টেডিয়ামে সোমবার রাতে বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের এ ম্যাচ অনুষ্ঠিত হয়। ইরানের পক্ষে গোল দুটি করেন সারদার আজমুন ও মেহেদি তারেমি।

আগামী বছরের গ্রীষ্মকালে রাশিয়াতে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে। ইরান এশিয়ার প্রথম দেশ হিসেবে বিশ্বকাপে অংশ নিবে। এদিকে ইরানের বিজয়ের সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়ে গোটা দেশ। রাস্তায় রাস্তায় বিজয় উদযাপন করা হয়।

আজকের বাজার:এলকে/এলকে/ ১৩ জুন ২০১৭