রেফারির সিদ্ধান্ত নিয়ে বিভ্রান্তি এড়াতে এবার আন্তর্জাতিক ফুটবল নিয়মে সংযোজন হচ্ছে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তি। ফুটবল ম্যাচে এই প্রযুক্তি ব্যবহার করে এড়ানো যাবে প্রধান রেফারির সকল বিতর্কিত সিদ্ধান্ত।
বিবিসি এক প্রতিবেদনে জানায়, শনিবার জুরিখে এক বৈঠকের পর ফুটবলের নিয়ম নির্ধারণকারী সংস্থা আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড (আইএফএবি) এ বিষয়ে সবুজ সংকেত দেয়। ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানান, সব দিক চিন্তা করে দেখার পর আমরা সিদ্ধান্তে এসেছি, ভিএআর ফুটবলের জন্য ভালো হবে।
রাশিয়া বিশ্বকাপে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি প্রযুক্তি ব্যবহার করা হবে কিনা তা পরিষ্কার করেন নি ফিফা সভাপতি। এ বিষয়ে তিনি জানান, চলতি মাসের শেষের দিকে কলম্বিয়ায় অনুষ্ঠিত হতে চলা ফিফা কাউন্সিলের বৈঠকে এই ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।
তিনি জানান, কাউন্সিল যাতে এ ব্যাপারে ইতিবাচক সিদ্ধান্ত নেয়, সে ব্যাপারে বিশদ বোঝানো হবে। আশা করি, সবাই এই প্রযুক্তি ব্যবহারের প্রয়োজনীয়তা বুঝবে। এদিকে আন্তর্জাতিক ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ড জানিয়েছে, ফুটবলে আরো স্বচ্ছ ও ত্রুটিমুক্ত করবে এই প্রযুক্তি। বিশ্ব ফুটবলে নতুন দিক উন্মোচিত হবে বলেও অভিমত কর্তৃপক্ষের।
ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি নিয়োগের ফলে ফুটবল ম্যাচে সিদ্ধান্ত নেওয়া সহজ হবে। বল গোল লাইন পেরিয়েছে কিনা, পেনাল্টি দেওয়া, লাল কার্ড দেখানোর সিদ্ধান্ত সঠিক কিনা, জটলার মধ্যে কোনো ফুটবলার ফাউল করেছে কিনা এসব জটিল সিদ্ধান্ত সিদ্ধান্ত নিতে রেফারিকে সাহায্য করবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি।
আজকেরবাজার/এমটি