রাশিয়া বিশ্বকাপে মেসির গোলটিই শততম গোল

সারা বিশ্বের ফুটবলপ্রেমীরা বিশ্বকাপে মেসির গোল দেখার অপেক্ষায় ছিল। সেই সুবর্ণ মুহূর্তের অপেক্ষা ফুরালো। মেসির এই একটি গোল যেন প্রতিটি ফুটবল প্রেমি নিজেদের পায়ে দিয়েছেন।

নাইজিরিয়ার বিপক্ষে ম্যাচের ১৪ মিনিটে মাঝমাঠ থেকে বানেগার অসাধারণ ক্রস থেকে বুক দিয়ে বল ঠেকিয়ে বাম পা দিয়ে বল মাটিতে নামান। এরপর ডান পায়ের জোড়ালো শটে গোলরক্ষককে পরাস্ত করেন মেসি। অবিশ্বাস্য হলেও সত্যি এই গোলটিই রাশিয়া বিশ্বকাপের শততম গোল।

আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি টানা দুই ম্যাচ গোলবিহীন থাকার পর রাশিয়া বিশ্বকাপে নাইজেরিয়ার বিপক্ষে প্রথম গোলের দেখা পেয়েছেন। আর এই গোলের মধ্য দিয়ে ছোট্ট একটা রেকর্ড বুকে নাম লিখিয়েছেন তিনি।

আজকের বাজার/আরআইএস