বাকি মাত্র ২১১ দিন, তারপরই শুরু হবে ২০১৮ রাশিয়া বিশ্বকাপ। ফিফার ২১তম আসরের পর্দা উঠবে আগামী বছরের ১৪ জুন। প্রতিবারের মতো এবারের প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে ৩২টি দল খেলবে, যেখানে রাশিয়া স্বাগতিক দল হিসেবে এবং বাকি ৩১টি দল বাছাইপর্বের প্রতিযোগিতায় উত্তীর্ণ হয়ে খেলবে। এ ৩১ টি দলের মধ্যে এখন পর্যন্ত টিকিট নিশ্চিত করেছে ২৮ টি দল। এখনও বাকি রয়েছে আরো ৩টি দল।
আয়োজক রাশিয়ার ১১টি শহরের ১২টি স্টেডিয়ামে সর্বমোট ৬৪টি খেলার সম্পন্ন হবে। ১৫ জুলাই মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে শেষ হবে এই বিশ^ আয়োজনের।
এক নজরে দেখে নেয়া যাক এখন পর্যন্ত বিশ্বকাপের টিকিট নিশ্চিত করা দল গুলোকে:
১) রাশিয়া২) ব্রাজিল৩) ইরান৪) জাপান৫) মক্সিকো৬) বেলজিয়াম৭) দক্ষিণ কোরিয়া৮) সৌদি আরব৯) জার্মানি১০) ইংল্যান্ড১১) স্পেন১২) কোস্টারিকা১৩) পোল্যান্ড১৪) মিশর১৫) আইসল্যান্ড১৬) সার্বিয়া১৭) পর্তুগাল১৮) ফ্রান্স১৯) উরুগুয়ে২০) আর্জেন্টিনা ২১) কলম্বিয়া২২) পানামা২৩) সেনেগাল২৪) মরক্কো২৫) টিউনিস্২৬) সুইজারল্যান্ড২৭) ক্রোয়েশিয়া ২৮) নাইজিরিয়া
আজকের বাজার: সালি / ১৩ নভেম্বর ২০১৭