বিশ্বকাপের মূল পর্বে মাঠে নামার আগে শেষ সময়ে নিজেদের ঝালিয়ে নিচ্ছে দলগুলো। সে ধারাবাহিকতায় আজ মাঠে নামছে ফুটবল বিশ্বের চার পরাশক্তি। আগত বিশ্বকাপের আয়োজক দল রাশিয়ার মোমুখি হবে ফেভারিট ব্রাজিল।
আজ বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হওয়া ম্যাচটিতে খেলতে পারছেন না ব্রাজিলের তারকা খেলোয়ার নেইমার। ম্যাচটি মস্কোর লুঝনিকি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সরাসরি খেলাটি দেখতে চাইলে সনি টেন ২ ও বেট ৩৬৫ চ্যানেল দুটির দারস্থ হতে হবে।
রাতের অপর ম্যাচটি অনুষ্ঠিত হবে ইতালি আরআর্জেন্টিনার মধ্যে। ব্রাজিল দলে নেইমার না থাকলেও আর্জেন্টিনার হয়ে মাঠে নামছেন বার্সা তারকা মেসি। বাংলাদেশ সময় রাত পৌনে ১টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে সনি টেন ১ ও বেট ৩৬৫।
আরএম/