রাশেদ ৫ দিনের রিমান্ডে

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের প্লাটফর্ম বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. রাশেদ খানের পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২ জুলাই) ঢাকা মহানগর হাকিম রায়হানুল ইসলাম এ আদেশ দেন।

এর আগে ফেসবুক লাইভে প্রধানমন্ত্রীকে কটূক্তি করার অভিযোগে রাজধানীর শাহবাগ থানায় রাশেদের নামে মামলা করেন ছাত্রলীগের কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক আল নাহিয়ান খান জয়। পরে তাকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

উল্লেখ্য, সরকারি চাকরিতে বিদ্যমান কোটা সংস্কারের জন্য দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছে শিক্ষার্থীরা। সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এ আন্দোলন ছড়িয়ে পড়লে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংসদে দাঁড়িয়ে কোটা বাতিলের ঘোষণা দেন। কিন্তু দীর্ঘদিনেও সে সংক্রান্ত কোন প্রজ্ঞাপন না হওয়ায় পরবর্তী কর্মসূচি ঘোষণা দেওয়ার জন্য সংবাদ সম্মেলন আহ্বান করে তারা। কিন্তু সংবাদ সম্মেলনের পূর্বে গত শনিবার ঢাবির কেন্দ্রীয় লাইব্রেরির সামনে তাদের উপর হামলা চালায় ছাত্রলীগের নেতা-কর্মীরা। এতে নুরসহ আহত হয় আরও কয়েকজন।

আরজেড/