নাশকতা মামলায় খালেদা জিয়ার জামিন

রাষ্ট্রপক্ষের আপিলের শুনানি আজ

কুমিল্লায় নাশকতার দুই মামলায় খালেদা জিয়াকে দেওয়া জামিনের বিরুদ্ধে করা রাষ্ট্রপক্ষের আপিলের  শুনানি আজ।

সোমবার (২৮ মে) কুমিল্লার দুই মামলায়  বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি জে বি এম হাসানের হাইকোর্ট ডিভিশন বেঞ্চ খালেদা জিয়াকে ছয় মাসের জামিন মঞ্জুর করেন।

পরে সোমবার (২৮ মে) দুপুরে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত চেয়ে চেম্বার আদালতে আপিল করে রাষ্ট্রপক্ষ।

সোমবার আদালতে খালেদা জিয়ার পক্ষে উপস্থিত ছিলেন আইনজীবী খন্দকার মাহাবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী এবং মাহাবুব উদ্দিন খোকন। অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে উপসথিত ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহাবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মো. মমতাজ উদ্দিন ফকির, ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিশ্বজিৎ দেবনাথ এবং ড. মো. বশির উল্লাহ।

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলা, কুমিল্লার দুটিসহ মোট তিনটি মামলায় খালেদা জিয়া জামিন পেলেও তিনি কারামুক্ত হতে পারছেন না। কেননা  দেশের বিভিন্ন আদালতে নাশকতা মানহানির মামলায় তাকে শ্যোন অ্যা্রেস্ট দেখানো হয়েছে। ফলে খালেদা জিয়াকে জামিন পেতে হলে সব মামলায়ই জামিন পেতে হবে।

আরজেড/