রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আয়োজিত বঙ্গভবনের ইফতার অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার ৮ জুন বিশিষ্টজনদের সম্মানে রাষ্ট্রপ্রধানের দেওয়া ইফতারে অংশ নিতে সন্ধ্যা ৬টার দিকে বঙ্গভবনে হাজির হন প্রধানমন্ত্রী। এসময় তাকে স্বাগত জানান রাষ্ট্রপতি। পরে তারা দুজন দরবার হলে ঘুরে ঘুরে আমন্ত্রিত অতিথির সঙ্গে কুশল বিনিময় করেন।
ইফতারের আগে বাংলাদেশের শান্তি-সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করে বঙ্গভবন জামে মসজিদের পেশ ইমাম সাইফুল কবীর।
এ ইফতার অনুষ্ঠানে আরও অংশ নেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি এস কে সিনহা, জাতীয় পার্টির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর বিশেষ দূত এইচ এম এরশাদ, মতিয়া চৌধুরী, রাশেদ খান মেনন, আ ক ম মোজাম্মেল হক, এ এইচ মাহমুদ আলী, সৈয়দ আশরাফুল ইসলাম, খন্দকার মোশাররফ হোসেন, ওবায়দুল কাদের, অর্থনীতিবিদ রেহমান সোবহান প্রমুখ।
ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়ের মায়াদন, জাপানের রাষ্ট্রদূত মাশাতো ওয়াতানাবেসহ বিভিন্ন দেশের রাষ্ট্রদূতরা ইফতারে অংশ নেন।
এছাড়া পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তা ইফতার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আজকের বাজার: আরআর/ ০৮ জুন ২০১৭