আজ রোববার আবদুল হামিদের দ্বিতীয় মেয়াদে রাষ্ট্রপতির পদে শপথ নেয়ার কথা থাকলেও তা পিছিয়ে গেছে। পরিবর্তিত তারিখ অনুযায়ী এটি এখন আগামী ২৪ এপ্রিল অনুষ্ঠিত হবে।
দেশের ২১তম রাষ্ট্রপ্রধান হিসেবে আবদুল হামিদকে ওইদিন সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে স্পিকার শিরীন শারমিন চৌধুরী শপথ পড়াবেন। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন শনিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।
জানা গেছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোববার বিকেলে ৮ দিনের সরকারি সফরে বিদেশে যাচ্ছেন। সে কারণে রাষ্ট্রপতির শপথের আনুষ্ঠানিকতা পিছিয়ে গেছে।
উল্লেখ, গত ৭ ফেব্রুয়ারি বাংলাদেশের ২১তম রাষ্ট্রপতি পদে বর্তমান রাষ্ট্রপ্রধান মো. আবদুল হামিদকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে নির্বাচন কমিশন।
এস/