রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দেশের নেতৃস্থানীয় ব্যবসায়ী ও যমুনা গ্রুপের চেয়ারম্যান নূরুল ইসলাম বাবুলের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। আজ এক শোকবার্তায় রাষ্ট্রপতি প্রয়াতের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।
যমুনা গ্রুপের চেয়ারম্যান বাবুল আজ বিকাল ৩টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি করোনায় আক্রান্ত ছিলেন। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান