বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী আজ সংসদ ভবনে রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন আজ রাতে বাসসকে জানান, সাক্ষাতকালে স্পিকার দশম জাতীয় সংসদের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
জাতীয় সংসদের সাবেক স্পিকার রাষ্ট্রপতি আব্দুল হামিদ সফলভাবে সংসদ পরিচালনার জন্য স্পিকারকে ধন্যবাদ জানান।
বাংলাদেশের গণতান্ত্রিক উন্নয়নে দশম জাতীয় সংসদের ভূমিকার কথাও উল্লেখ করেন রাষ্ট্রপতি।
এ সময় ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বি মিয়া, হুইপ আতিউর রহমান আতিক, হুইপ ইকবালুর রহিম এবং জাতীয় সংসদের পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পরে রাষ্ট্রপতি তার সাবেক কর্মক্ষেত্র স্পিকারের কার্যালয় পরিদর্শন করেন। তথ্যসূত্র-বাসস
আজকের বাজার/এমএইচ