রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক সপ্তাহের সফরে আজ বুধবার তার নিজ জেলা কিশোরগঞ্জ যাবেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন এ তথ্য জানিয়েছেন। খবর বাসস।
তিনি জানান, ‘রাষ্ট্রপতি আজ বিকেলে এক সপ্তাহের সফরে কিশোরগঞ্জের উদ্দেশে রওনা হবেন। তিনি কিশোরগঞ্জ জেলার তারাইল, মিঠামইন, ইটনা এবং অস্ট্রগ্রাম উপজেলায় বেশ কয়েকটি জনসভায় ভাষণ দেবেন এবং বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের সঙ্গে মতবিনিময় করবেন।’
রাষ্ট্রপ্রধান আগামী ১৫ অক্টোবর (মঙ্গলবার) ঢাকায় ফিরবেন।
আজকের বাজার/এমএইচ