রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের লক্ষ্যে তিন দিনের নয়াদিল্লী সফর শেষে আজ বিকেলে দেশে ফিরেছেন।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট (বিজি-১৫১৪) রাষ্ট্রপতি ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিকেল ৪টা ৫০মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করে।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, কূটনৈতিক কোরের ডীন, বাংলাদেশে ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ জর্জ কোচারী, তিন বাহিনীর প্রধানগণ ও পদস্থ বেসামরিক এবং সামরিক কর্মকর্তারা বিমান বন্দরে রাষ্ট্রপতিকে অভ্যর্থনা জানান।
এর আগে রাষ্ট্র প্রধান স্থানীয় সময় বিকেল ২টা ১০ মিনিটে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন।
ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী ও ঢাকায় ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী এবং সিনিয়র কর্মকর্তারা বিমানবন্দরে রাষ্ট্রপতিকে বিদায় জানান।
এর আগে রাষ্ট্রপতি হামিদ গত বুধবার নয়াদিল্লীর উদ্দেশে ঢাকা ছেড়ে যান।