রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী ১৮ ফেব্রুয়ারি দেশের ২১তম রাষ্ট্রপতি নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার ২৫ জানুয়ারি বিকালে আঁগারগাওয়ে নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা।
এর আগে বিকাল তিনটায় রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে বৈঠকে বসে নির্বাচন কমিশন (ইসি)। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা।
তফসিল অনুযায়ী মনোনয়নপত্র দাখিলের তারিখ ৫ ফেব্রুয়ারি। যাচাই-বাছাই ৭ ফেব্রুয়ারি এবং ১০ ফেব্রুয়ারি মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
আজকের বাজার: এলকে/২৫ জানুয়ারি ২০১৮