রাষ্ট্রায়ত্ত চিনিকল বন্ধের পরিকল্পনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে চুয়াডাঙ্গার দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির শ্রমিকরা।
বুধবার সকালে কেরুজ কেইন কেরিয়ানের ফটকে আয়োজিত এক সভায় এ প্রতিবাদ ও বিক্ষোভ পালন করেন শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সদস্যরা।
দর্শনা কেরু অ্যান্ড কোম্পানির শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলীর সভাপতিত্বে প্রতিবাদ সভায় কেরু অ্যান্ড কোম্পানির শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান মাসুদ, সহ-সভাপতি মোস্তাফিজুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক খবির হোসেন, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম প্রিন্স, শ্রমিক নেতা ফিরোজ আহমেদ সবুজ প্রমুখ বক্তব্য দেন।
বক্তারা বলেন, বাংলাদেশে বন্ধ থাকা রাষ্ট্রায়ত্ত চিনিকলগুলো চালু করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এসময় দেশের চিনকল বন্ধ করার পরিকল্পনা মেনে নেয়া যায় না। মিলগুলোতে কাজ করে অনেক শ্রমিক ও কর্মচারী তাদের সংসার চালিয়ে আসছেন।
শ্রমিক ও কর্মচারীর পেটে লাথি না মেরে কীভাবে মিলগুলো চালু রেখে প্রতিষ্ঠানকে লাভজনক করা যায় সে দিকে দৃষ্টি দেয়ার আহ্বান জানিয়েছেন তারা।