আগামী ১৬ ডিসেম্বর (মহান বিজয় দিবস) থেকে সকল রাষ্ট্রীয় অনুষ্ঠানে ‘জয় বাংলা’কে জাতীয় স্লোগান হিসেবে ব্যবহারের জন্য মৌখিক নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (১০ ডিসেম্বর) এ-সংক্রান্ত রিটের শুনানিতে হাইকোর্টের বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আদালত জানায়, রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের ব্যক্তিরা তাদের ভাষণের শুরুতে ও শেষে জয় বাংলা স্লোগান দেবে।
আদালতে আজ রিটের পক্ষে ছিলেন আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এসময় অন্যদের মধ্যে ব্যারিস্টার শফিক আহমেদ, আব্দুল মতিন খসরু ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (বার) সভাপতি এ এম আমিন উদ্দিন উপস্থিত ছিলেন।
এর আগে গত ৪ ডিসেম্বর মহান মুক্তিযুদ্ধের সময় ব্যবহৃত ‘জয়বাংলা’ কেন জাতীয় স্লোগান হিসেবে ঘোষণা করা হবে না- জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। এই রুলে মন্ত্রী পরিষদ সচিব, আইন সচিব ও শিক্ষা সচিবকে বিবাদী করা হয়েছে। ৭২ ঘণ্টার মধ্যে রুলের জবাব দিতে বলেন হাইকোর্ট।
এ সংক্রান্ত এক রিট আবেদনের শুনানি নিয়ে গত ৪ ডিসেম্বর বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহর সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
আজকের বাজার/লুৎফর রহমান