বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ- আইডিআরএ (তহবিল ব্যবস্থাপনা) আয়ের উদ্বৃত্ত একশত কোটি টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা দিয়েছে।
আজ বুধবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের হাতে সমপরিমাণ অর্থের চেক তুলে দেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এম. শেফাক আহমেদ, সদস্য মো. মুরশিদ আলম ও সদস্য গকুল চাদ দাস।
এসময় জানানো হয়, ইতোপূর্বে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ- আইডিআরএ দুই বারে ২৮ কোটি ৪৭ লাখ ৪৫ হাজার টাকা প্রদান করেছে। এছাড়া ভ্যাট বাবদ ৯ কোটি ৮৪ হাজার ৯৯৯ টাকা এবং ট্যাক্স বাবদ ৬১ লাখ ৩১ হাজার ৯৩৮ টাকা প্রদান করা হয়েছে।
এসময় অর্থমন্ত্রী সাংবাদিকদের বলেন, বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। ২০২১ সালের আগেই মধ্যম আয়ের দেশ হবে। শুধু সিলটা পাবো ২০২৪ সালে।
অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশে আর কেউ কোনো দিন হরতাল মানবে না। হরতাল থাকবে না, চলবেও না। মানুষ এখন অর্থনৈতিক দিকে ঝুঁকছে।