চীনের পূর্বাঞ্চলে একটি রাসায়নিক কারখানায় ব্যাপক বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪৪ জনে দাঁড়িয়েছে। শুক্রবার দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম একথা জানায়। খবর এএফপি’র।
সরকারি সংবাদপত্র পিপলস ডেইলির খবরে বলা হয়, বৃহস্পতিবারের ওই ভয়াবহ বিস্ফোরণে আরো ৯০ জন মারাত্মকভাবে আহত হয়। কারখানা ভবনের একেবারে কাছে শক্তিশালী এই বিস্ফোরণ ঘটে। এতে পার্শ্ববর্তী স্থানের বিভিন্ন বাসার জানালার কাঁচ ভেঙ্গে পড়ে।
এদিকে বিস্ফোরণটি এতোই শক্তিশালী ছিল যে, এতে ওই এলাকায় মৃদু কম্পনের সৃষ্টি হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ২.২।