বঙ্গবন্ধু বিপিএলে সিলেট পর্ব শুরু হয়েছে আজ। এ পর্বে প্রথম দিনের প্রথম ম্যাচে মুখোমুখি রংপুর রেঞ্জার্স ও রাজশাহী রয়্যালস। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর দেড়টায়। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে রাজশাহীর সংগ্রহ ৪ উইকেট হারিয়ে ১৭৯ রান।
শুরুতে টস জিতে রাজশাহীকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান রংপুর অধিনায়ক শেন ওয়াটসন। এ ম্যাচে খেলছেন না রাজশাহীর নিয়মিত অধিনায়ক আন্দ্রে রাসেল। তার বদলে শোয়েব মালিক নেতৃত্ব দিচ্ছেন দলকে।
দুই ওপেনারের ব্যাটে দারুণ শুরু পায় রাজশাহী। পাঁচ ওভার না পেরোতেই দলীয় অর্ধশতক পূর্ণ করেন লিটন দাস ও আফিফ হোসেন। তবে এরপরই দ্রুত ফিরে যান দুজন। লিটন ও আফিফ করেন যথাক্রমে ১৯ ও ৩২ রান।
এরপর রবি বোপারা ছাড়া বাকি ব্যাটসম্যানরা কেউই তেমন ঝড় তুলতে পারেননি। শোয়েব মালিক ও ইরফান শুক্কুর ফিরে যান যথাক্রমে ৩৭ ও ২০ রানে। বাকি পথ নির্বিঘ্নে পাড়ি দেন রবি বোপারা ও মোহাম্মদ নেওয়াজ। ইনিংস শেষে ৫০ ও ১৫ রানে অপরাজিত থাকেন তারা।
রংপুরের হয়ে একাই ২ উইকেট নেন মুস্তাফিজুর রহমান। আরাফাত সানি ও মোহাম্মদ নবী একটি করে উইকেট লাভ করেন।
আজকের বাজার/আরিফ