যাত্রাবাড়ীতে গ্রিনলাইন বাসের চাপায় প্রাইভেটকার চালক রাসেল সরকারের পা হারানোর ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১০টার দিকে রাসেল সরকারের বড়ভাই মো. আরিফ সরকার গ্রিন লাইন বাসচালক কবির মিয়াকে গ্রেফতার দেখিয়ে রিমান্ডের আবেদন করা হয়েছে।
উল্লেখ্য, রাসেল একটি রেন্ট-এ-কারের প্রাইভেটকার চালাতেন। গতকাল রাজধানীর যাত্রাবাড়ী ধোলাইপাড় এলাকায় মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের ঢালে পৌঁছার পর তার গাড়িটিকে পেছন থেকে ধাক্কা দেয় গ্রিন লাইন পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ সময় রাসেল নিজের গাড়ি থেকে নেমে বাসের সামনে গিয়ে ধাক্কার কারণ জানতে চান। শুরু হয়ে যায় বাসচালক ও রাসেলের মধ্যে কথাকাটাকাটি। একপর্যায়ে বাসের চালক রাসেলের বাম পায়ের ওপর দিয়ে বাস চালিয়ে দেয়। এতে রাসেলের বাম পা হাঁটুর নিচ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পথচারীরা রাসেলকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে যায়। পরে বাস ও চালক কবির মিয়াকে আটক করে শাহবাগ থানার পুলিশ।
যাত্রাবাড়ী থানার ওসি আজিজুর রহমান জানান, ওই মামলায় কবির মিয়াকে গ্রেফতার দেখানো হয়েছে। গতকাল রাতেই তাকে শাহবাগ থানা থেকে যাত্রাবাড়ী থানায় আনা হয়েছে। আজ তাকে আদালতে চালান দেয়া হবে। সেখানে তাকে পাঁচ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হবে।
আজকের বাজার/ আর আই এস