রাসেল দিবসে শিশুদের জন্য সুন্দর বিশ্ব বিনির্মাণের আহ্বান পররাষ্ট্রমন্ত্রীর

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন শেখ রাসেল দিবসের আলোচনায় শিশুদের জন্য একটি সুন্দর বিশ্ব গড়ে তুলতে ভূমিকা রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানিয়েছেন।
গতকাল সোমবার রাজধানীর ফরেন সার্ভস একাডেমীতে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি বলেন, ‘আমরা শিশুদের জন্য একটি সুন্দর বিশ্ব গড়ে তুলতে চাই।’
পররাষ্ট্রমন্ত্রী বলেন, নৃশংসতার শিকার কোন নিষ্পাপ শিশুর মুখ কেহই দেখতে চায় না।
তিনি বলেন, বর্তমান সরকার চায় দেশের সকল শিশু তাদের প্র্রত্যাশা অনুযায়ী সকল সুযোগ-সুবিধাসহ আনন্দময় পরিবেশে বেড়ে উঠুক।
তিনি আরো বলেন, ‘আমরাও আমাদের শিশুদের জন্য উন্নত দেশের শিশুদের মতো মানসম্মত জীবন ও সেবা-যত্ন নিশ্চিত করতে চাই।
আলোচনা অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘরের কিউরেটর এন আই খান।
পরে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সচিব দাবা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে সার্টফিকেট ও ক্রেস্ট তুলে দেন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয় গত ১৬ অক্টোবর ফরেন সার্ভিস একাডেমীতে দিনব্যাপী শেখ রাসেল স্মৃতি রেপিড দাবা টুর্ণামেন্ট-২০২১ এর আয়োজন করে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে বিদেশে বাংলাদেশ মিশনগুলোতেও ‘শেখ রাসেল দিবস’ ২০২১ উদযাপিত হয়েছে। ১৯৭৫ সালের ১৫ আগস্টের সেই কাল রাতে শেখ রাসেলও নির্মমভাবে নিহত হন।
মিশনের অনুষ্ঠানগুলোতে শহীদ শেখ রাসেল, বঙ্গবন্ধু এবং তার পরিবারের অন্যান্য শহীদ সদস্যদের বিদেহী আত্মার শান্তি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়।