শাজাহানপুরে এক হাজার ও ৫০০ টাকার নোটসহ ট্রাক ভর্তি কয়েক কয়েক বস্তা নষ্ট টাকার নোট পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার খাউড়ার সেতু সংলগ্ন বাগবাড়ী সড়কের পাশ থেকে প্রায় ১০ বস্তা এমন নষ্ট টাকা উদ্ধার করা হয়।
দুপুর ১টা পর্যন্ত নোটের টুকরাগুলো উদ্ধার করে বস্তায় ভরা হচ্ছিল। বস্তার টাকাগুলা মেশিনে টুকরো টুকরো করে কাটা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুদ্দিন জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের নষ্ট নোটগুলো মেশিনে টুকরো টুকরো করে বস্তা ভর্তি করে ফেলে দেয়া হয়েছে। তবে বিষয়টি নিশ্চিত হতে তদন্ত চলছে বলে জানান ওসি।
সূত্র - ইউএনবি