রাস্তা বন্ধ করে গাড়ি পাকিং করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম।
সোমবার দুপুরে মহাখালী বাস টার্মিনালের সামনে সৃষ্ট যানজট, এডিস মশা নির্মূল ও অন্যান্য স্থান পরিদর্শনে এসে এ কথা বলেন তিনি।
মেয়র বলেন, অবৈধভাবে রাস্তার উপরে দূরপার্লার বাস পার্কিংয়ের ফলে সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট। টার্মিনালের বাইরে রাস্তার উপরে গাড়ি রাখলে মালিককে জরিমানা করা হবে। এর জন্য ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হবে।
আজকের বাজার/এমএইচ